image

চট্টগ্রামে বিএসটিআইয়ের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

image

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যগে ২২ মে (রবিবার) এক আলোচনা সভার আয়োজন  করা হয়।  সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘ Metrology in the Digital Era' অর্থাৎ ‘ডিজিটাল যুগে পরিমাপ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিসে উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে রবিবার  সকাল ১১ টায় চট্টগ্রাম  সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিএসটিআই চট্টগ্রাম বিএসটিআইয়ের বিভাগীয় অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম  বিভাগীয় কমিশনার মোঃ আসরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মাহমুদউল্লাহ মারুফ,  দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন। 

মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিএসটিআইয়ের  সাবেক পরিচালক মোঃ শওকত ওসমান, ক্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, ট্রান্সকম বেভারেজ বাংলাদেশ লিমিটেডের ব্রান্ড ম্যানেজার শুভজিৎ ভট্টাচার্য, বনফুল গ্রুপের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল আজম, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোয়ালিটি ম্যানেজার মোঃ রাশেদুল হক,  চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফয়সাল আব্দুল্লাহ আদনান, রেকিট বেনকাইজার বাংলাদেশ লিমিটেডের মুসলিম উদ্দিন, ফুলকলির মহাব্যবস্হাপক এস এম সবুর, থাই ফুডের ব্যবস্হাপনা পরিচালক মাইকেল দে, ক্যব পাঁচলাইশের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর।

আলোচন সভায় স্বাগত  বক্তব্য  উপস্থাপন করেন বিএসটিআই চট্টগ্রাম  বিভাগীয় অফিসের উপপরিচালক (সি,এম) ও অফিস প্রধান প্রকৌ.মোঃ নুরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপপরিচালক (মেট) মাজহারুল হক।