image

চন্দনাইশে বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

image

চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার (২৭ মে) বিকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট কমিটির সভাপতি নাছরীন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এম. কায়সার উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক এ.এস.এম.মুছা তসলিম, যুগ্ম আহ্বায়ক মো. মুরিদুল আলম মুরাদ, গাছবাড়ীয়া খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহাদাৎ নবী খোকা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় আসকর খান বাবু, ইউপি চেয়ারম্যান যথক্রমে বরকলের আবদুর রহিম, হাসিমপুরের মো. খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়ির মো. আবদুল আলীম, বরমার খোরশেদ আলম টিটু, চন্দনাইশ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম আবাহনী জুনিয়র ফুটবল টিম ম্যানেজার আদিল কবির, পৌর কাউন্সিলর মোঃ লোকমান হাকিম, মোরশেদুল আলম, মহিলা কাউন্সিলর হাছনারা বেগম, শিরিন আকতার, কহিনুর আকতার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, চন্দনাইশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারজাদুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের মো. আমির হোসেন চৌধুরৗ, দোহাজারী খান প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সুমন প্রমূখ।
খেলায় চন্দনাইশ পৌরসভাকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বরকল ইউনিয়ন পরিষদ।