image

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর

image

স্ত্রী শাহনাজ আকতারের গর্ভে সন্তান আসার পর নিখোঁজ হন নুরুল আলম (৩২)। গত ২০২১ সালের ১০ মার্চ সকাল ১০টায় কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকে মুঠোফোনের নম্বরটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোজি করেও সন্ধান পায়নি পরিবার। প্রসব যন্ত্রণার সময়ও পাশে ছিল না স্বামী। স্বামী নিখোঁজের পর জন্ম নিয়েছিল এক ফুটফুটে ছেলে সন্তান। ছেলের নাম রাখা হয় মো. মুরাদ। সন্তানের বয়স প্রায় ১ বছর। এখনো স্বামীর অপেক্ষায় শাহনাজ আকতার (২৪)।

জানা যায়, গত ২০২০ সালে রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের কাজী ইব্রাহিম পোস্ট মাস্টার বাড়ির দিনমজুর নুরুল আলমে মেয়ে শাহনাজ আকতারের সঙ্গে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চুন্নুর মায়ের বাপের বাড়ির প্রয়াত আবুল কাশেমের ছেলে মো. নুরুল আলমের পারিবারিকভাবে বিবাহ হয়। সব ঠিকঠাক চললেও ২০২১ সালের ১০ মার্চ সকালে কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন নুরুল আলম। সে সময় স্বামীর সন্ধান না পেয়ে তার স্ত্রী রাউজান থানায় একটি অভিযোগও দেন। বর্তমানে সন্তানকে নিয়ে বাবার অভাবের সংসারে থাকছেন শাহনাজা।

শাহনাজ আকতার বলেন, ছেলে বড় হচ্ছে, কি পরিচয় দিব! আর কত অপেক্ষার পর তিনি ফিরে আসবেন? দিন মজুর নুরুল আলম বলেন, ‘অনেক কষ্টে আনুষ্ঠানিকভাবে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। মেয়ের গর্ভে সন্তান আসার পর তার স্বামী নিখোঁজ হন। এখন মেয়েকে বিয়ে দেওয়া-না দেওয়া সমান। ভরণপোষণ আমাকে করতে হচ্ছে। বেঁচে থাকলে হয়তো ফিরে আসবে!’

এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘এটা আমার নলেজে নেই। যেহেতু এক বছর আগের ঘটনা সেহেতু বিস্তারিত জেনে জানাতে হবে।’