image

উখিয়ায় বদির স্ত্রীর প্রচারণার গাড়িতে আগুন দেওয়ার ঘটনায়  ১৭ জনকে আসামী করে মামলা দায়ের

image

কক্সবাজার-৪ আসনে (উখিয়া-টেকনাফ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর নৌকা প্রতীকের প্রচারের একটি ইজিবাইকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা গ্রামে এই ঘটনা ঘটে।
এ সময় ৩ জন আহত হয়েছেন। তারা হলেন- ইজিবাইকের চালক কামাল উদ্দিন, প্রচারকর্মী ও স্থানীয় কৃষক লীগ নেতা জামাল উদ্দিন এবং গাড়িচালক আবদুস শুকুর। তাদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, একটি ইজিবাইক নিয়ে শাহীন আক্তারের প্রচার কাজ চালানোর সময় এ ঘটনা ঘটানো হয়। 
তিনি জানান, ইজিবাইকটিতে করে প্রচারণা চালানোর সময় ৩/৪ জন মুখোশধারী দুর্বৃত্ত পেট্রোল ঢেলে ইজিবাইকটিতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে এই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীকে দায়ী করেছেন। এব্যাপারে জানতে চাইলে গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সাথে জড়িত নেই বলে তিনি দাবী করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান জানান, এ ঘটনায় পালংখালী ইউনিয়নের আহমদ হোছনের ছেলে জামাল হোছন বাদি হয়ে শনিবার ১৭ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।