image

বান্দরবানের আলীকদমে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা

image

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০নং বান্দরবান আসনের ২৩দল ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী ১দিনের নির্বাচনী সফরে এসে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সময় এসেছে গণতন্ত্র রক্ষার। আওয়ামীলীগ গণতন্ত্রের কথা মূখে বলে, বিশ্বাস করে না। গণতন্ত্রের প্রয়োজনে ধানের শীষে ভোট দিয়ে দেশ রক্ষার আহ্বান জানান তিনি।  

বরিবার বেলা ২টায় রেপারপাড়া বাজার এলাকায় গণসংযোগ ও আবাসিক এলাকায় পথসভার মধ্যদিয়ে আলীকদম উপজেলা একদিনের নির্বাচনী প্রচারণার প্রচারণা শুরু করেন। আলীকদম উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা চিনারী বাজার, চৈক্ষ্যং রাস্তার মাথা, পানবাজার, নয়াপাড়া, বাবুপাড়া, আলীকদম বাজার এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ পথ সভা শেষে বেলা ৫টায় আলীকদম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা, থানচির সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ,   জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, আনছার আহামদ, নাছির উদ্দিন, মোঃ রিটন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরাম আওয়ামীলীগের শাসনামলের জুলুম নির্যাতন, খুন, গুমসহ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটতরাজ, শাসনের নামে অপশাসন, সরকারি বেরকারি সকলস্তরে দলীয় করণের ফিরিস্তি তুলে ধরেন।

দেশে আজ গণতন্ত্রের নামে বাকশালী শাসন চলছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রতি হিংসার করালগ্রাস থেকে আলীকদমের নেতা-কর্মী ও নিরীহ জনগণ রেহাই পাচ্ছে না। আলীকদমে ধানের শীষের গণজোয়ার দেখে শংকিত প্রতিপক্ষ তাই কাল্পনিক মিথ্যা পূর্ব পরিকল্পিত সাজানো মামলার দিয়ে নির্বাচনের আগ মুুহুর্তে আমাদের নেতাকর্মীদের নির্বাচন বিমুখ করার চেষ্টায় লিপ্ত। কিন্তু আলীকদমের মানুষ সব বাধা অতিক্রম করে ধানের শীষের এ বিশাল নির্বাচনী জনসভায় স্বতষ্ফুত অংশ গ্রহন প্রমান করেছে আলীকদমের মাটি বিএনপির ঘাঁটি।