image

লামার সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইসমাইলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

image

বান্দরবানের লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি... রাজিউন)।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার সময়ে তাঁর মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভায়  তিনি স্ট্রোক করেন। এসময় দ্রুত তাকে লামা হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে কক্সবাজারের চকরিয়ায় জমমজম হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এদিকে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল এর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বান্দরবান, কক্সবাজার জেলা সহ সমগ্র এলাকায় শোকে ছায়া নেমে আসে। সকল শ্রেণীর মানুষ প্রিয় নেতার শেষ মুখখানি একবার দেখতে তার লামা বাজারের নয়াপাড়াস্থ তার বাড়িতে ভিড় জমায়। লামা উপজেলার অন্যতম অভিভাবক এর মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল এর মৃত্যুতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা শোক প্রকাশ করেছেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টা লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা ও আড়াইটায় বমুবিলছড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে বলে পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে।