image

ফটিকছড়িতে সাংবাদিক আকাশ’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

image

দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সোলয়মান আকাশের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ধর্মপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও ধর্মপুর এলাকাবাসী। 

বৃহস্পতিবার সকাল ১১টায় আজাদী বাজারে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম আকাশ, মেম্বার শোয়াইব সিকদার, ডা. মুহাম্মদ মহসিন, মুহাম্মদ মাসুদ পারভেজ, জিয়াউল হক জিয়া, মাওলানা ওমর ফারুক, মুহাম্মদ আইয়ুব।

মুহাম্মদ মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, হারুন, রফিক, আবুল ফজল, আব্দুর শুক্কুর, হোসেন উদ্দীন, রায়হান মাহমুদ শিমল, হানিফ, দৌলত, ইরফান, জিসান, আলাউদ্দিন, আরফাত, কাউসার, মিজু, সনেট শর্মা, রিয়াজ, এমদাদ, প্রান্ত বড়ুয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সোলয়মান আকাশের উপর অতর্কিত সন্ত্রাসী হামলায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

বক্তারা হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসীদের কোন দল জাত নেই। তারা নিজেদের অপকর্ম ঢাকতে এ কলম সৈনিকের উপর হামলা চালিয়েছে। এ ধরণের হামলা চলতে থাকলে শুধু গণমাধ্যমকর্মী নয়, সাধারণ মানুষের জীবনও বিপন্ন হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।