image

বান্দরবানে সাবেক কাউন্সিলরকে অপহরণের প্রতিবাদে আলীকদমে প্রতিবাদ সভা

image

বুধবার রাত পৌনে নয়টার দিকে উপজেলায় কুহালং ইউনিয়নের উজিমুখ হেডম্যানপাড়ার খামারবাড়ি থেকে অপহৃত পার্বত্য জেলা শহর বান্দরবানের সাবেক পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি চথুইমং মারমাকে অপহরণের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে আলীকদম উপজেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার বেলা এগারোটায় আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে এপ্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা ও সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা। এ

তে বক্তারা অবিলম্বে অপহৃত চথুইমং মারমার মুক্তির দাবি জানিয়েছে। 

অপহৃত চথুইমং মারমার স্ত্রী বলেছেন, সন্ত্রাসীরা খামারবাড়িতে এসে তাঁর স্বামীকে ডাকাডাকি করে খামার বাড়ি থেকে ধরে পাহাড়ের দিকে নিয়ে যায়। সন্ত্রাসীরা চাকমা, মারমা ও বাংলা ভাষায় কথা বলছিল। তবে তিনি তাদের কাউকে চিনতে পারেননি।

উল্লেখ্য, চথুইমং মারমা বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। উজিমুখ হেডম্যানপাড়ায় একটি খামারবাড়ি রয়েছে তাঁর। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়। চথুইমং আওয়ামী লীগের বান্দরবান পৌর কমিটির সহসভাপতি পদে রয়েছেন বলে দলের সংশ্লিষ্ঠ ব্যক্তিরা জানান।