image

পটিয়ার হাইদগাঁওয়ে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ব্রীজসহ গ্রামীণ সড়ক

image

চট্টগ্রামের পটিয়ায় বৃষ্টির পানির প্রবল স্রোতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ধরপাড়া সড়কটি (হাইদগাঁও-কেলিশহর) তলিয়ে গেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে গ্রামীণ সড়কটি ভেঙে যাওয়ার কারণে বর্তমানে সিএনজি টেক্সী থেকে শুরু করে রিক্সা পর্যন্ত চলাচল করতে পারছে না। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাইদগাঁও ইউনিয়নের লোকজন ছাড়াও পার্শ্ববর্তী কেলিশহর ইউনিয়নের লোকজন আসা যাওয়া করে। হাইদগাঁও ইউনিয়ন পরিষদের অধীনে গ্রামীণ সড়কের বটতলপাড়া এলাকায় একটি কালভার্ট নির্মাণ করলেও এটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। পরবর্তীতে কালভার্টটি ব্যক্তিগত অর্থে নির্মাণ করলেও বৃষ্টির পানির প্রবল স্রোতে তা তলিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের পাশ ঘেঁষে যাওয়া হাইদগাঁও-কেলিশহর ধরপাড়া সড়কের কাছাকাছি একটি কালভার্ট ও রাস্তার কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের শিক্ষার্থী ছাড়াও অসংখ্য লোকজন চলাচল করে থাকেন। বর্তমানে হাইদগাঁও ইউনিয়নের ৫নং ও ৮নং ওয়ার্ডের লোকজন চলাচল করতে পারছেন না।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন কুমার তালুকদার জানিয়েছেন, বৃষ্টির পানির স্রোতে হাইদগাঁও-কেলিশহর সড়কের কালভার্টের নিচের অংশ থেকে মাটি সরে রাস্তা তলিয়ে গেছে। বর্তমানে এলাকার লোকজন চলাচল করতে পারছেন না। অবিলম্বে গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়ক ও কালভার্টটি পুনরায় নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।