image

আনোয়ারায় শেখ রাসেল স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠান

image

শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি  গ্রাম হবে শহর। গ্রামে বসেই মানুষ শহরের স্বাদ গ্রহণ করবে, সৌর বিদ্যুতে আলোকিত হবে সারা গ্রাম। উন্নয়নে পাল্টে যাবে দেশের রাস্তা ঘাট যোগাযোগ ব্যবস্থা। শেখ হাসিনার নির্দেশে আমাদের নেতা ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আনোয়ারাকে সারা দেশের মডেল উপজেলায় পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী ৫ বছরে আনোয়ারায় কোন বেকার থাকবেনা। আনোয়ারা হবে শিল্প নগরি। আনোয়ারার প্রতিটি ঘরে ঘরে আজ উন্নয়নের ছোয়া লেগেছে। পাল্টে যাচ্ছে যাতায়াত ব্যবস্থা। বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার সাথে আনোয়ারা যুক্ত হবে।

শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ শেখ রাসেল স্মৃতি সংসদের ঈদ পূণর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে  আনোয়ারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ.এইচ. এম.ওসমান গণি রাসেল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পূর্ব বৈরাগ শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নুরুল আলম, যুবলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,শিক্ষা ও পাঠাগার সম্পাদক সালাহ উদ্দিন সারো, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম,সহ সম্পাদক এম.এ সবুর,সেচ্ছাসেবক লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফোরকান,ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর নুর, আওয়ামীলীগ নেতা আবুল কালাম,বৈরাগ ইউনিয়ন যুবলীগ নেতা এম. হাশেম রেজা,মুজিবুর রহমান, ফরহাদ,সাইদ বিন আরজু, আব্দুর রহিম,মো. সফিক, উপজেলা ছাত্র লীগ নেতা এরফান আলী,আসিফ নেওয়াজ জিসান,সোহেল ফয়াজী,আলী আজগর,ইস্তিয়াক রিমন, নুরুল আজিজ, ও মো. রুবেল প্রমুখ।