image

বাঁশখালীর শিলকূপ ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে চুরি !

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়ন পরিষদে চুরির ঘটনা ঘটেছে।

২৫ জুন মঙ্গলবার গভীর রাতে ওই ইউনিয়ন পরিষদের মূল ফটকের তালা ভেঙ্গে পরিষদের সেক্রেটারির আলমিরা থেকে নগদ ৩০ হাজার টাকা, ৪টি সোলার ব্যাটারিসহ কিছু গুরুত্বপূর্ণ ফাইল চুরির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে পরিষদের সেক্রেটারি মোঃ রহিম উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় অফিস থেকে বাড়ী ফেরার সময় বিভিন্ন সময়ে পরিষদ কতৃক আদায়কৃত টেক্সের টাকা ও অন্যন্য সনদ ফি'র নগদ ৩০ হাজার টাকা আলমারিতে জমা ছিল। কে বা কারা আলমিরা ভেঙ্গে রাতের আঁধারে টাকাগুলো চুরি করেছে। 

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার এর বরাবর সন্দেহজনক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন বলেও জানান তিনি।

অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে দোষীদের বিরোদ্ধে অাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার।

জানা যায়, ইউনিয়ন পরিষদের মূল ফটকের চাবি ছিল ২নং ওয়ার্ডের চৌকিদার মাহমুদুল ইসলাম চৌধুরীর কাছে। তার সাথে কথা বললে জানান, আমি প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৯ টায় অফিস খুলতে আসলে দেখি মূল ফটকের তালা ভাঙ্গা। আমি তাৎক্ষণিক বিষয়টি চেয়াম্যানকে অবহিত করি।

শিলকুপ ইউপির চেয়ারম্যান মোঃ মহসিনের সাথে  কথা বললে তিনি চুরির ঘটনার বিষয়টি সত্যতা স্বীকার করেন। থানা পুলিশের পক্ষে মোঃ আরিফ সরেজমিনে ঘটনার তদন্ত করেন বলেও জানান তিনি।

এদিকে বাঁশখালীতে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম চলার ফলে লোকজনের ভীড় জমেছে পরিষদে। চুরির ফলে পরিষদের দাফতরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন প্রতিদিনের ন্যায় দৈনন্দিন কাজে পরিষদে এসে ঘুরে যাচ্ছেন। সকাল সাড়ে ১১টা থেকে অফিসের বাহিরে পরিষদের মাঠে বসে চেয়ারম্যানকে সেবাকার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।