image

রাজধানীর খিলক্ষেতে নির্মানাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

image

রাজধানীর খিলক্ষেতে নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে ওমর অালী (৩০) নামের এক রাজমিস্ত্রির  মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে খিলক্ষেত উত্তর পাড়া নয়ানগর এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা সাড়ে ৭ টায় মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় সাথী আক্তার নামের এক নারী জানান, নয়ানগর মসজিদের পাশে নির্মানাধীন ভবনের নিচে থেকে গুরুতর রক্তাক্তা আহত অবস্থায় স্থানীয়রা তাকে রিক্সায় উঠাচ্ছিলো। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করে।  ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ওমরকে রিক্সায় উঠানোর সময় জানতে পারি, সে নির্মানাধীন ওই ৬ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলো। ওই ভবন থেকেই সে নিচে পড়ে গেছে।

নিহত ওমরের মামা মোফাজ্জল হোসেন ভুট্টু জানান, তাদের বাড়ি শেরপুর ঝিনাইগাতি উপজেলার ধাঁনসাই গ্রামে। পরিবারের সাথে খিলক্ষেত বনরুপা এলাকায় থাকতো সে।  ময়না তদন্তের জন্য লাশ ঢামেকের  মর্গে রাখা হয়েছে। খিলক্ষেত থানায় বিষয়টি জানানো হয়েছে বলে ঢামেক পুলিশ ক্যাম্পের ইন চার্জ জানিয়েছেন।