image

দুবাই যুবলীগ’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

image

বাংলাদেশ আওয়ামী যুবলীগ দুবাই প্রাদেশিক কমিটির দ্বি-বার্ষিক সন্মেলন ২০১৯ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দুবাই’র পাঁচ তারকা হোটেলে তা অনুষ্ঠিত হয়।

মোস্তফা কামাল শিমুলকে সভাপতি, জাহেদুল ইসলাম চৌধুরী’কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবু চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বাণিজ্য মন্ত্রী অবসর প্রাপ্ত কর্ণেল ফারুক খানের কন্যা, সুচিন্তা বাংলাদেশের যুগ্ন আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান।

প্রথম অধিবেশনে সম্মেলন উদ্বোধন করেন ইউএই কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভায় যুগ্ন আহ্বায়ক জাহেদুল করিম চৌধুরীর উপস্থাপনায় যুগ্ন আহ্বায়ক মোস্তাফা কামাল শিমুলের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন- ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন- ইউএই যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের সুন্দর্য্যবৃদ্ধি করেন- বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি জনাব আইয়ুব আলী বাবুল, শারজাহস্থ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি জনাব ইসমাইল গণি চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মো. আলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, ইউএই কেন্দ্রীয় যুবলীগের সহ সভাপতি তাজ উদ্দীন, ইউএই যুবলীগের সহ সভাপতি ও আবুধাবী যুবলীগের সভাপতি বশির ভূইয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মো. মাকসুদ, কমিউনিটি নেতা হাজ্বী কামাল, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার আহমেদ, সাধারন সম্পাদক এনামুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম মনির, ইউএই যুবলীগের দপ্তর সম্পাদক মো. মিজান, শারজাহ যুবলীগের সভাপতি প্রকৌশলী এনাম, আজমান যুবলীগের আহ্বায়ক মোর্শেদুল কাদের মুন্না, সদস্য সচিব হারুনুর রসিদ রঙ্গু, উমর আল খাইয়ুম যুবলীগের সদস্য সচিব কপিল, ফজিরা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শারজাহ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজান, সহ সভাপতি মো. নাসির উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম রাশেদ, শারজাহ সানাইয়া যুবলীগের আহ্বায়ক নাসের চৌধুরী,
রাসূল খাইমাহ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব, প্রচার সম্পাদক মুজিব, রিটু শীলসহ আরো অনেকেই।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রনায়র শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য গড়ে তুলে পিতা মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।