image

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

image

“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই শ্লোগানকে সামনে নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০১৯ শুরু হয়েছে। 

সোমবার (২২ জুলাই) সকাল ৯টায় ১১ বিজিবি ব্যাটালিয়নের নিজস্ব পুকুরে নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান। 

এ সময় তিনি বলেন, ব্যাটালিয়নের আওতাধিন ১৪টি বিওপির পুকুর ও জলাশয়ে ৫০ হাজারের অধিক মাছের পোনা সপ্তাহব্যাপি অবমুক্ত করা হবে।

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ১১ বিজিবির মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন মশিউর রহমান লিমন, বিজিবির সহকারী পরিচালক মোঃ জামাল হোছাইন, জেসিও ছামিউল ইসলাম ছাড়াও ব্যাটালিয়নের সকল জেসিও, এনসিও সহ বিভিন্ন পদবীর সৈনিকগন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ১১ বিজিবি জামে মসজিদের খতিব মাওলানা ছিদ্দিকুর রহমান।