image

আলীকদমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

image

বান্দরবানের আলীকদম উপজেলা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হেয়েছে। রবিবার সকাল ১০টায় আলীকদম উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় ফায়ার সার্ভিস আলীকদম ইউনিট অগ্নি নির্বঅপন ও ফায়ারম্যান লীফ্ট এর মহড়া প্রদর্শন করেন। পরে আলীকদম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।    

এবারের প্রতিপদ্য “নিয়ম মেনে অবকাঠমো গড়ি, জীব ও সম্পদের ঝুঁকি হ্রস করি” বিষয় করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর রহমান এর সভাপতিত্বে ও ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ আলীমগীর হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ান, আলীকদম থানার উপ-পরিদর্শক মোঃ মহিউর রহমান, উপজেলা কমান্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মান্নান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ও ছাত্র-ছাত্রী প্রমূখ।