image

হ য ব র ল বেসরকারী কোভিড চিকিৎসা ও প্রস্তাবনা

image

বিশ্বাস করুন বেসরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে হুইল চেয়ারে অর্ধমৃত ( পরে মৃত ঘোষণা) রোগীর ছবি দেখে আমার হৃদয়ও ভেঙ্গে খান খান হয়ে যায়। শুরু থেকেই আমি ও বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল সমূহকে স্বউদ্যোগে কোভিড ডেডিকেটেড ঘোষণা দিয়ে চিকিৎসা দেওয়ার অনুরোধ জানিয়ে এসেছি। কিন্তু কেউ কর্ণপাত করেনি। এখন সরকারি চাপে এবং জনরোষ এড়াতে প্রতিটি হাসপাতালে অল্প সংখ্যক কোভিড রোগী ভর্তি করাচ্ছে এবং মহামান্য ম্যাজিস্ট্র্যাট অভিযান চালিয়েও কোন ত্রুটি পায়নি। বলাবাহুল্য এই অবস্থায়ও অনেক রোগী সিটের অভাবে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

কিন্তু হযবরল এখানেই শুরু। নন কোভিড রোগীগুলো রিস্ক নিয়ে এসব হাসপাতালে ভর্তি হতে বাধ্য হচ্ছে। আবার আমিসহ অধিকাংশ সার্জন ও গাইনেকোলজিস্ট এসব হাসপাতালে রোগীকে ভর্তি করিয়ে অপারেশন করাতে স্বস্তি পাচ্ছি না কারণ অপারেশন পরবর্তী রোগী কোভিড সংক্রমণে মারা গেলেও দায়ভার সার্জনকেই নিতে হয়। তাই অনেক রোগী এখন জরুরী অপারেশন থেকে বঞ্চিত হচ্ছে।

মেডিসিন এর রোগীর বেলায়ও অনুরূপ । রোগী হয়তো ভর্তি হবে এক রোগ নিয়ে কিন্তু ফিরতে হবে করোনা নিয়ে।
তাই সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিককে একসাথে কোভিড চিকিৎসায় সংযুক্ত না করে অর্ধেকে কোভিড এবং বাকি অর্ধেক নন কোভিড ডিক্লেয়ার করলে উভয় প্রকারের রোগী উপকৃত হতো।

মনে রাখতে হবে করোনা-ই মানুষের একমাত্র অসুখ নয়। অন্যদেরও আইসিইউ এর অধিকার আছে এবং সেখানে সফলতা আরো বেশি। আশা করি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন।

লেখক : মেডিকেল অফিসার, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম।