image

পুরান ঢাকা পরিদর্শনে মেয়র তাপস

image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ২১ অক্টোবর (বুধবার) পুরাতন ঢাকার অন্যতম স্থান, ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণ এবং তার পার্শ্ববর্তী এলাকাসমূহ পরিদর্শন করেন।

স্হানীয় সংসদ( ঢাকা - ৭) সদস্য হাজী মোঃ সেলিম, তার বড় ছেলে শিক্ষা অনুরাগী মোহাম্মদ সোলায়মান সেলিম, ছোট ছেলে  ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা পুরান ঢাকায় মেয়রকে স্বাগত জানান।

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ ও পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে কারা কর্তৃপক্ষের গৃহিত নানা উন্নয়ন পরিকল্পনা সরেজমিনে পরিদর্শন শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পুরাতন কেন্দ্রীয় কারাগার এবং আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ ও পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে কারা কর্তৃপক্ষের গৃহীত পুরো প্রকল্পের আদ্যোপান্ত  আমি দেখেছি। তাই এই প্রকল্পে কিছু পরিবর্তন আনা সমীচীন হবে বলে আমার মনে হয়েছে। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাবাসীর জন্য এখানে নান্দনিক পরিবেশ বিরাজ করুক এটাই চান, উন্মুক্ত খেলার মাঠ থাকুক। তাই, এই মাঠকে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে খুলে দেয়ার জনদাবি রয়েছে বলে আমি জানতে পেরেছি। আমি জনগণের সেই দাবির সঙ্গে সহমত পোষণ করছি।

পরিদর্শনকালে ইউপিএস দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামীলীগের নেতা, কর্পোরেশন সচিব আকরামুজ্জামান, ৩ ও ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ ফজলে নূর তাপস পুরান ঢাকার উন্নয়নে ঢাকাবাসীর সহযোগিতা চান। স্হানীয় সংসদ সদস্য হাজী মোঃ সেলিম মেয়রকে ঢাকাবাসীর পক্ষ থেকে সবরকম সহযোগিতার কথা জানান। মেয়র পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন।