image

২১ আগস্ট গ্রেনেড হামলা রায় : চট্টগ্রামে আওয়ামীলীগের অবস্থান কর্মসূচী

image

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে যেকোন বিশৃঙ্খলা রোধে চট্টগ্রাম নগরী ও আশে পাশের উপজেলাসমূহে অবস্থান কর্মসূচী ঘোষণা করেছিল আওয়ামীলীগ। সংবাদদাতাদের পাঠানো ১০ অক্টোবর অবস্থান কর্মসূচীর রিপোর্ট নিয়ে ডেস্ক রিপোর্ট।

কর্ণফুলী উপজেলা : উপজেলার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বরে আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি ছিল বেশ। কেন্দ্রের নির্দেশ ও জেলা আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে তা পালন করেন।

এদিকে বিএনপি যদি কোন ধরনের নাশকতা করে তা প্রতিহত করার ঘোষণা দিয়ে নগরীতে ১৭ টি পয়েন্টে অবস্থান নিয়েছে নগর আওয়ামী লীগ এর নেতাকর্মীরা।

কর্ণফুলী প্রশাসন সুত্রে জানা যায়, বিএনপিকে উপজেলার কোথাও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় সবদিকে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

এসময় মাঠে অবস্থান কর্মসূচিতে কর্ণফুলীতে যেসব নেতারা উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, জেলা আওয়ামীলীগের সদস্য সিদ্দিক আহমদ বি.কম, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদুর রহমান, যুবলীগের সহ সভাপতি মার্শাল মনির, মোহাম্মদ শহীদ, যুগ্ম সম্পাদক দেবরাজ রতন, সাবেক ছাত্রনেতা আবদুল মালেক রানা, আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মুন্না, মহসিন, সাজ্জাদ সাজিদ, জাকারিয়া, ইউসুফ, মহি উদ্দিন,জনি প্রমূখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ : আলোচিত এই গ্রেনেড হামলার মামলার রায়কে ঘিওে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহানের নেতৃত্বে  শতাধিক নেতাকর্মীদেও অবস্থান নিতে দেখা যায়।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টা হতে নগরীর আন্দরকিল্লা পার্টি অফিসের সামনে তাদের এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে বিএনপি যদি কোন ধরনের নাশকতা করে তা প্রতিহত করার ঘোষণা দিয়ে নগরীতে ১৭ টি পয়েন্টে অবস্থান নিয়েছে নগর আওয়ামী লীগ এর নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতারা।

প্রশাসন সুত্রে জানা যায়, বিএনপিকে  জেলার কোথাও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় সবদিকে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় উপস্থিত ছিলেন, সহ- সভাপতি আব্দুল্øাহ আল মামুন, রেহান পারভেজ চৌধুরী, শওকত আলম, তাসরিফুল আলম জিল্লু, যুগ্ন সম্পাদক সালেহ নুর জামান তানভীর, সুমন শিকদার, সাংগঠনিক সম্পাদক কাজী ওয়াসিম, শাহাদত হোসেন মানিক, প্রচার সম্পাদক আবু বকর জীবন, উপ- দপ্তর দিদারুল আলম রিপন, উপ গ্রন্থনা সম্পাদক  সাহাবুদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মোঃ মহিউদ্দিন, নেজাম উদ্দিন, সৈকত দাশ,অজয়,অভি, এনাম,রিদওয়ান, শাহেদ, মোঃ শহীদ, ফজলুর রশিদ, সম্রাট প্রমূখ।

আনোয়ারা উপজেলা :  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে  বুধবার সকাল থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগে, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে চাতরী চৌমুহনী বাজারে অবস্থান কর্মসূচি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচি ও আনন্দ মিছিলে উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য ও পরৈাকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এইচ.এম ওসমান গনি রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান মো. শামসুদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরী, মিলন কান্তি ধর, জাফর উদ্দিন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী বাবুল, মহিউদ্দিন চৌধুরী টিপু, নজরুল ইসলাম, হাফেজ আবুল হাসান কাসেম, নজরুল আনসারী মুজিব, জানে আলম, ইয়াছিন হিরো, এম.এ কাইয়ূম শাহ্, আলমগীর আজাদ, শাহাদাত হোসেন, অসিম কুমার দেব, সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী রিপু, আওয়ামীলীগ নেতা মাঈনুদ্দিন খাঁন পিন্টু, বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর হোসেন, নাজিম উদ্দিন, রফিক উদ্দিন, হারুন, মহিলা নেত্রী সাজিয়া সোলতানা, পারভীন হাবিবা, কাজী ফেরদৌস, উপজেলা যুবলীগে নেতা মো. এনাম, মো. হান্নান, মাহফুজ, মো. হালিম, দোলোয়ার হোসেন, টিটু, দিদারুল ইসলাম টিপু, মো. রশিদ, মোজাহিদুল ইসলাম সুমন, মো. জামাল, উপজেলা ছাত্রলীগ নেতা মো. এরফান আলী,  আকাশ, আসিফ নেওয়াজ জিহান, আসিফ প্রমূখ।