image

ঢাকার মাতুয়াইলে নকল ক্যাবল কারখানার সন্ধান : গ্রেপ্তার ১২, ৪২লক্ষ টাকা জরিমানা

image

ঢাকার মাতুয়াইলে রাতভর অভিযান চালিয়ে একটি নকল ক্যাবল তৈরীর কারখানার সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি শেষে মাতুইয়ালে আজিজ ক‍্যাবলস নামক এ নকল কারখানার সন্ধান পায় র‌্যাব।

অভিযানকালীন সময় র‌্যাব’র মোবাইল কোর্ট দেখতে পায় বিএসটিআই হতে তিন ক‍্যটাগরির (1.5, 2.5 এবং 4.0 rm) বৈদ‍্যুতিক ক‍্যাবল তৈরির লাইসেন্স নিয়ে তারা BBS, Poly, BRB ক‍্যাবলস নাম ও লোগো ব্যবহার করে নকল তার তৈরি করছে।

তাছাড়া এ কারখানায় তৈরি করছে 95,150 rm ক‍্যাটাগরির নকল তার যা বিভিন্ন বড় বড় কলকারখানায় ব‍্যবহৃত হয়। একটি চাইনিজ printing মেশিন দিয়ে সহজেই নকল তারে BBS, Poly, BRB সহ অন‍্যান‍্য নাম বসিয়ে দিচ্ছে অসাধু এ কারখানা কর্তৃপক্ষ।

এ অপরাধের কারণে ১২ জনকে বিভিন্ন মেয়াদে (তিন মাস থেকে ২বছর) কারাদণ্ড এবং  ৪২ লক্ষ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

র‌্যাব এর ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।