image

২২দিন ধরে সাব রেজিস্ট্রার শূণ্য রাউজানে বিপাকে জনসাধারণ

image

চট্টগ্রামের রাউজানে গত ২২ দিন ধরে সাব রেজিস্ট্রার নেই। এতে সৃষ্টি হয়েছে ভোগান্তি। সাব রেজিস্ট্রার না থাকার কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এছাড়া সাধারণ সম্পত্তি ক্রেতা-বিক্রেতারা পড়েছেন বিপাকে। অন্যদিকে এ অফিসের আওতাধীন ৫৫ জন দলিল লেখক বেকার হয়ে পড়েছেন। হতাশায় দিন কাটাচ্ছেন তারা। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এতদিন ধরে রাউজানে সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন মাহমুদুল হাসান। তিনি গত ৬ নভেম্বর অন্যত্র বদলি হয়েছেন। পরবর্তীতে সাব্বির হোসাইন নামে আরেকজন রাউজান সাব রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়। কিন্তু গত সোমবার রাউজান সাব রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করলে দেখা যায় তিনি যোগদান করেননি।

এবিষয়ে রাউজান দলিল লেখক সতিমি’র কর্মকর্তারা জানান, গত ২১ দিনে কমপক্ষে ২-৩’শ সাব বিক্রয় কবলা রেজিস্ট্রি হয়নি। দলিল রেজিস্ট্রি তথা জায়গা-জমি রেজিস্ট্রি, রেজিস্ট্রার্ড বায়নাসহ সম্পত্তি সংক্রান্ত সকল কাজ বন্ধ রয়েছে। এতে প্রয়োজনীয় কাজ করতে না পারায় জনগণ ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় জনসাধারণ বলেন, সাব রেজিস্ট্রার না থাকায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে। জরুরী কোন কাজই করা যাচ্ছে না। মেয়ের বিয়েতে খরচের জন্যে জমি বিক্রি করা বা জমি বায়না করতে গেলেও করা যাচ্ছে না। সাব রেজিস্ট্রার না থাকাতে অনেক রেজিস্ট্রার্ড বায়না জমিও রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না। যার জন্যে পরে পোহাতে হবে ঝামেলা।