image

লোহাগাড়ায় বন্য পশু শিকারীর গুলিতে স্কুল ছাত্র নিহত

image

লোহাগাড়ার চুনতিতে সংঘবদ্ধ বন্য পশু শিকারী দলের সক্রিয় সদস্য জিতেন বড়–য়ার গুলিতে মারুফুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্র খুন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে চুনতির পশ্চিম নারিশ্চা নতুন পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মারুফুল ইসলাম ওই এলাকার মৌলানা ফোরকানের কনিষ্ঠ পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। 

নিহতের বড় বোন ঘটনার প্রত্যক্ষদর্শী হালিমা জানান, পার্শ্ববর্তী এলাকার অনন্ত মোহন বড়ুয়ার পুত্র জিতেন বড়ুয়া নামে এক বন্য পশু শিকারী রাতে বন্দুক দিয়ে বন্য পশু-পাখি শিকার করে থাকেন। শিকারের পর তিনি খড়ের ভিতর বন্দুকটি লুকিয়ে রাখতেন। ঘটনার দিন রাতে আমি ও মারুফুল ইসলাম বাড়ির বাইরে বৈদ্যুতিক বাতির নিচে বসে গল্প করছিলাম। তিনি শিকারে যাওয়ার প‚র্বে খড়ের স্তুপ থেকে বন্দুক বের করার সময় গুলি বের হয়ে যায়। এতে আমার ভাই এর বুকে গুলিবিদ্ধ হয়। 

হালিমা আরো জানায়, জিতেনকে পায়ে ধরে বলেছি ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। কিন্তু সে বলে- তোর ভাই তো বাচঁবে না- এই বলে বন্দুকটি নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জিতং বড়ুয়া গা ঢাকা দিয়েছে। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

জিতেন বড়ূয়ার চাচা অনিল বড়ূয়া জানান, জিতেন বন্য পশু-পাখি শিকার করতো। তার কাছ থেকে এলাকার লোকজন বন্য পশুপাখির মাংস কিনতো বলে তিনি জানান।

ডলু বিট কর্মকর্তা মোহাম্মদ মুনতাছির জানান, সংঘবদ্ধ বন্য পশুপাখি শিকারী দলের সদস্য জিতেন বড়–য়া সহ সবার তথ্য সংগ্রহের কাজ চলছে। তাদের বিরোদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত পলাতক জিতেন বড়–য়াকে গ্রেপতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।