image

দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে ৭মার্চ উদযাপন 

image

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারাদেশের ন্যায় দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে আনন্দ উদযাপন করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) বিকালে থানা কম্পাউন্ডে প্রথমে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার শেষে  দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুর রব এর সভাপতিত্বে সাব ইন্সপেক্টর রাজিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কুতুবউদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান, লোহাগাড়া যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সরোয়ার কামাল, চট্টগ্রাম হাইচ-মাইক্রো বাস সমিতির সহ-সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক আজিমউদ্দিন, সাতকানিয়া সিএনজি সমিতির সভাপতি ফেরদৌস প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসআই ফারুক, আদম আলীসহ থানার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একসময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের বিস্ময়কর উত্থানে সারাবিশ্ব আজ অবাক। নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করতে যাচ্ছে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তর হবে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের সুপরামর্শে সারাদেশে  ৮ হাজার ডিজিটাল সেন্টারের নেটওয়ার্ক তৈরি করেছে। জন্মনিবন্ধন, কর্মসংস্থান এবং অনলাইন স্বাস্থ্যসেবা এই ডিজিটাল সেবার আওতাধীন। অনেক জাতীয় কর্মসূচিও অনলাইনের অন্তর্ভুক্ত। করোনা ভাইরাসের সময় এবং করোনা চালাকালিন সময়ে লকডাউনে ও বিন্দুমাত্র সেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। 

অনুষ্ঠানে গত ৩মার্চ যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্যা ইকোনমিস্টে প্রকাশিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নিবন্ধটি পাঠ করেন দোহাজারী হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম।