image

উখিয়ায় গৃহহীন ১শ পরিবার পেলো নতুন বাড়ী

image

মুজিব বর্ষ শত বছর উপলক্ষে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে অসহায় গরিব জমি নাই ঘর নাই এমন পরিবারের লোকজন ১০০টি বাড়ি পেয়ে মহা খুশিতে আত্নহারা। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন দেশে কেউ গৃহহীন থাকবে না। এই শ্লোগানটি সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসন রাজাপালং ইউনিয়নে ২৫টি, হলদিয়া পালং ইউনিয়নে ২২টি, জালিয়া পালং ইউনিয়নে ২১টি, রত্নাপালং ইউনিয়নে ১২টি ও পালংখালী ইউনিয়নে ২০টি ঘর পেয়েছে অসহায় দরিদ্র লোকজন।

উখিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান সরকার একটি ঘরেরে পেছনে ১ লক্ষ ৭১ হাজার টাকা খরচ করে ঘর গুলা নিমার্ণ করেছেন।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, সরকার গৃহহীন লোকজনদের ঘর নিমার্ণ করে দেওয়ায় তারা এখন খুশিতে আত্নহারা। তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী পেরেছেন সারা দেশে যাদের ঘর নাই জমি নাই তাদের বাড়ি তৈরি করে দিতে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এত সরকার দেশ শাসন করলেও কোন সরকার এ ধরনের বাড়ী ঘর গরিব অসহায় মানুষদের দিতে পারে নাই।