image

চট্টগ্রামে চসিকের করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন

image

চট্টগ্রামে করোনা রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে এবং রোগীদের দূর্ভোগ কমাতে আবারও আইসোলেশন সেন্টার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার (৬ এপিল) দুপুরে নগরীর লালদীঘি পাড় এলাকায় ৫০ বেডের এ আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সেলিম আকতার চৌধুরীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। 

আইসোলেশন সেন্টার উদ্বোধনকালে মেয়র বলেন, চট্টগ্রামে করোনা রোগীদের যথাযথ প্রাতিষ্ঠানিক আইসোলেশন নিশ্চিতে এ সেন্টার অনেক উপকারে আসবে। ২৪ ঘন্টা এ আইসোলেশন সেন্টারে রোগীরা সেবা পাবেন। করোনা ভীতি কাটিয়ে সাহস যোগাতে এখানে আক্রান্তদের মানসিকভাবে উজ্জীবিত করার জন্যও নানা অনুষঙ্গ থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

এদিকে চসিকের কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরী ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় গড়ে তোলা আইসোলেশন সেন্টারটিতে নিয়োজিত থাকবেন ১৩ চিকিৎসকসহ মোট ৩৬ জন স্বাস্থ্যকর্মী। আইসোলেশন সেন্টারের ৫০ বেডের মধ্যে ৩৫টি পুরুষ এবং ১৫টিতে নারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া অন্যন্য পদে রয়েছেন আটজন ফার্মাসিস্ট, চারজন প্যারামেডিক, তিনজন ওয়ার্ড মাস্টার, ছয়জন ওয়ার্ডবয়, একজন স্টোরকিপার ও একজন অফিস সহায়ক।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, এখানে রোগীদের স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধপত্র-অক্সিজেন সার্পোট, খাবারসহ সব ধররের প্রয়োজনীয় সুরক্ষা সেবা নিশ্চিত করা হবে। 

আইসোলেশন সেন্টার পরিচালনায় চসিকের আরবান হেলথ প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. মুজিবুল আলম চৌধুরীকে কো-অর্ডিনেটর ও কাট্টলী ইপিআই জোনের জোনাল মেডিক্যাল অফিসার ডা. সুমন তালুকদারকে সহকারী কো-অর্ডিনেটর করে ১১ চিকিৎসককে মেডিক্যাল অফিসার পদে পদায়ন করা হয়েছে।