image

কুতুবদিয়ায় ৩ জলদস্যু আটক

image

কুতুরদিয়ায় ৩ জলদস্যুকে আটক করেছে পুলিশ। ৬ এপ্রিল (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫ টায় লেমশীখালী ইউনিয়নের দরবারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার বরইতলি মোজার ঘোনা এলাকার ওসমান গনির ছেলে সাদ্দাম হোসেন (১৯), পেকুয়া উপজেলার মধ্যম বাইমা খালী এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২১) ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আবদুল কাইউম (২০)।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন বলেন, দ্বীপের এক জলদস্যু চক্র সাগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং তাদেরকে সহযেগিতা করতে এই জলদস্যুরা দ্বীপের বাইরে থেকে কুতুবদিয়া প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে এস.আই মকবুল হোসেনের নেতৃত্বে এ.এস.আই মোঃ কাউছার ও মোঃ ইব্রাহীম মিয়া সহ সঙ্গীয় ফোর্স দরবারঘাটে অভিযান চালিয়ে ওই জলদস্যুদের আটক করে। এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির জন্য পৃথক মামলা রুজু করা হয়েছে এবং পলাতক ডাকাতদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে।