image

আনোয়ারায় অভিযান ঠেকাতে হামলা, মৎস্য আড়ৎ সিলগালা

image

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় একটি মাছের আড়তে  ভেজাল বিরোধী অভিযানে গিয়ে হামরার শিকার হলেন মৎস্য অফিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার(১৫ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার কালবিবি মোড়ের এবিসি সৎস্য আড়তে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা প্রশাসন আড়ৎটি সিলগালা করে দিয়েছে।

আনোয়ারা উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক জানান, বৃহস্পতিবার সকালে মৎস্য আড়তে চলমান ভেজাল বিরোধী অভিযান পরিচালনা কালে এবিসি নামের ১ নং মৎস্য আড়ৎ থেকে  জেলি মিশ্রিত চিংড়ি ধরার পর আড়ৎদারের লোকজন অভিযানে বাধা দেয় এবং উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি এনামুল হককে ধাক্কা দেয়াসহ গালি-গালাজ করে  হেনাস্তা করে অভিযানে বাধা প্রদান করে।

পরবর্তীতে অফিস সহকারী এনাম তাদের কাছে টাকা চাইছে বলে প্রচার করতে থাকে।

ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ’র নির্দেশে  উপজেলা সহকারি কমিশনার( ভূমি) তানভীর হাসান চৌধুরী অভিযান চালিয়ে কালাবিবি মোড়ের এ বি সি মৎস্য আঁড়ৎ সিলগালা করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এ বিসি মৎস্য আড়ৎ এর মালিক মো.শাহেদ জানায়, মাছে জেলি না থাকার পরও মৎস্য অফিসের লোকজন মাছ জব্দ করার চেষ্টা করলে তাদের সাথে দোকান কর্মচারীদের ধাক্কাধাক্কি  হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, কালাবিবি মোড়ের এবিসি মৎস্য আড়তে অভিযান চালালে সরকারী কাজে বাধা দেয় এবং এক কর্মচারীকে ধাক্কা দেয়। সেই সাথে ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা টাকা চাওয়ার  অভিযোগ তোলার চেষ্টা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি জানান।