image

ফটিকছড়িতে টিউবওয়েলেও পানির সংকট: ভবিষ্যত নিয়ে সচেতন মহলে শঙ্কা

image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউপিতে টিউবওয়েলগুলোতে পানি মিলছে না। এমনও আছে অনেক  টিউবওয়েলে মোটর দিয়েও পানি তুলতে পারছেন না। এতে করে বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় খাল-বিল, নদী-নালা, পুকুর-জলাশয়গুলো শুকিয়ে গেছে। ফলে দেখা দিয়েছে তীব্র পানির সংকট।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বলছে, শুষ্ক মৌসুমে ও অতিরিক্ত পানি অপচয়ের কারণে মুলত পানির স্থর নিচে নেমে  যাওয়ায় অগভীর টিউবওয়েল গুলোতে পানি মিলছেনা। এমতাবস্থায় চললে গভীর নলকূপেও একই অবস্থা হবে। তাই সকলকে সচেতন হতে হবে, রোধ করতে হবে পানি অপচয়।

উপজেলা সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) প্রণবেশ মহাজন জানান, চট্টগ্রামের অন্যান্য জায়গার তুলনায় ফটিকছড়িতে সহজেই পানির লেয়ার পাওয়া যায়। তবে অনেকদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে ফটিকছড়িতে অগভীর নলকূপ গুলোতে এখন কিছুটা পানির সংকট দেখা দিয়েছে। ফটিকছড়িতে জমি, বসতভিটায় যেসব গভীর নলকূপ রয়েছে তা অপ্রয়োজনে অবিরত চলতে থাকে। ফলে পানির অপচয় হয়। এভাবে যদি পানির অপচয় হতে থাকে তাহলে ভবিষ্যতে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিবে।

সরেজমিনে ও স্থানীয়সুত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার দাঁতমারা, পাইন্দং, কাঞ্চননগর, ভুজপুর, সুন্দরপুর, ধর্মপুর, বখতপুর, রোসাংগিরি, সমিতিরহাট ইউপির অনেক গ্রামে টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছেনা। এছাড়াও ফটিকছড়ি পৌরসভার বেশ কয়েকটি জায়গায় টিউবওয়েলে মিলছেনা পানি অভিযোগ স্থানীয়দের।

সমিতিরহাটের আব্দুর রহমান জানান, তাদের বাড়ি সহ আশেপাশের প্রায় সকল টিউবওয়েল, গভীর নলকূপ ঝর্ণার পানি কম আসছে। ভূগর্ভস্থ পানির স্থর কমে যাওয়ার ফলে এখন পানির সংকটে ভুগছেন।

রোসাংগীরি ইউপির জৈনক রায়হান উদ্দীন জানান, গ্রীষ্মকালে এমনিতেই পানির স্তর কমে স্বচ্ছ পানির সংকট দেখা দেয় এমতাবস্থায় অপরিকল্পিত ভাবে গভীর নলকূপ স্থাপন ও সেচ-ব্যবস্থায় গভীর নলকূপে অনবরত পানি পড়ায় তলদেশে পানির স্থর কমছে তাইতো
পানির সংকটে আছেন এলাকাবাসি।

ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ড়ের বাসিন্দা আবুল কালাম জানান, পুরাতন যে টিউবওয়েলটি ছিল তাতে পানি না পাওয়ায় নতুন আরেকটি টিউবওয়েল ১৮০ ফুট গভীরে স্থাপন করি। প্রথমে পানির প্রেসার ভাল থাকলেও কয়েকদিন পর কমে যায় তাই এখন  কমপ্রেসার স্থাপন করছি সেখানেও অল্প অল্প পানি মিলছে।

পৌরসভার ৪ নং ওয়ার্ড়ের যুবক হাসান জানান, পৌরসভার ৪ নং ওয়ার্ড়ে টিউবওয়েলগুলোতেও একই চিত্র। তিনি অভিযোগ করে বলেন, অনিয়ন্ত্রিত গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপনের কারণে এই সমস্যা পোহাতে হচ্ছে।