image

রাউজানে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে উৎকন্ঠায় জনগন

image

চট্টগ্রামের রাউজানে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়া প্রকোপ। একদিকে মহামারি করোনা ছোবল, তার মাঝে ডায়রিয়া প্রকোপ দেখা দেয়ায় দিশেহারা অনেকে। ডায়রিয়ায় একই পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন বেশি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। শিশু, নারী-পুরুষসহ সব বয়সের মানুষই ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকেরা জানান, রাউজানে ডায়রিয়া রোগী বেড়ে গেছে। গত কদিন থেকে বমি, পাতলা পায়খানা, খিচুনি হয়ে অসুস্থ অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। কেউ কেউ চিকিৎসা শেষে ওষুধ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তবে যাদের অসুস্থতা বেশি, তাদের ছাড় দেয়া হচ্ছে না হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসাসেবা নিচ্ছেন।

চিকিৎসকেরা আরও জানান, গত ৮-১০ দিন দেশে গরমের মাত্রা ভয়াবহ। যা সাধারণ মানুষ সহজে নিতে পারছে না। গরম ও পানি শূন্যতার দেখা দিলে ডায়রিয়া প্রবণতা বেড়ে যায়। এছাড়া তৈলাক্ত খাবার গ্রহণও ডায়রিয়ার ঝুঁকি বাড়ায়।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়- ২৭ এপ্রিল একদিনেই ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরত গেছেন ২০ জনের অধিক। এছাড়া গত ২৫ এপ্রিল থেকেই হাসপাতালে প্রতিদিনই ১২-১৫ জন ডায়রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। যার মধ্যে একই পরিবারের সদস্যরা বেশি।

এ বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দ্বীন বলেন, রাউজানে ডায়রিয়া রোগী বেড়ে গেছে। প্রতিদিন অসংখ্য রোগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। একই পরিবারের আক্রান্ত বেশি। আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছেন বলেও জানান তিনি।