image

স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর চন্দনাইশের প্রশাসন : না মানায় জরিমানা

image

চট্টগ্রামের চন্দনাইশে দোকানপাট ও মার্কেটে স্বাস্থ্য বিধি না মানায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও সাতজন ক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া এলাকায় গনি সুপার মার্কেট ও এনুমিয়া সুপার মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।

এ সময় স্বাস্থ্যবিধি না মেনে পণ্য বিক্রি করায় চমক ফ্যাশনের আব্দুল কাদের, ঢাকা ফ্যাশনের হেলাল উদ্দিন, শতরুপার নুরুল ইসলাম, মারুফ স্টাইলের মো. হেলাল, জমজম টেইলার্সের মো. জমির, এরাবিয়ান টেইলার্সের বাবুপদ, জমজম টেইলার্সের প্রদিপকে জরিমানা করা হয়।

এছাড়া মার্কেটের ক্রেতা শেলী, রুমি, রুবি, হেমা, মেহেরুন্নেসা, রিয়া, নছিমাকে জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার শর্তসাপেক্ষে সরকার দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে। তবে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ব্যবসায়ী ও ক্রেতাদের উদাসীনতা পরিলক্ষিত হয়েছে। স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা করা হয়েছে।