image

বিকেএমইএ’র পরিচালক হলেন গাজী মোঃ শহিদুল্লাহ

image

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদে (২০১৯-২০২১) পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সনেট টেক্সটাইল এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক গাজী মোঃ শহিদুল্লাহ।

সম্প্রতি বিকেএমইএ’র সভাপতি এ.কে.এম সেলিম ওসমান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় শূন্য পদের বিপরীতে গাজী মোঃ শহিদুল্লাহসহ আরেকজনকে পরিচালক পদে মনোনীত করা হয়। নির্বাচিত অন্য পরিচালক হলেন রিনাউন এ্যাপারেলস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুল আজম

এদিকে নব নির্বাচিত পরিচালকদ্বয়কে বিকেএমইএ সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল সোমবার (৩ মে) ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র পরিচালক আহম্মেদ নূর ফয়সাল ও চট্টগ্রাম কার্যালয়ের সিনিয়র যুগ্ম সচিব মোঃ আলতাফ উদ্দিন প্রমুখ।

বিকেএমইএ’র সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল নির্বাচিত পরিচালকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রেসিডেন্ট  এ. কে. এম সেলিম ওসমান এমপি’র নেতৃত্বে নীটওয়্যার সেক্টরে যে পরিবর্তনের ধারাবাহিকা বজায় রেখে চলেছেন তার সুফল হিসেবে করোনাকালীন দুঃসময়েও এ খাতে নানামুখী উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি বলেন, কাজের পরিবেশের মানোন্নয়নের পাশাপাশি দক্ষ জনবল, অবকাঠামোগত উন্নয়ন,পরিবেশ বান্ধব শিল্প চেইন, সুশৃঙ্খল কর্মী বাহিনী দ্ধারা নিবিড় উৎপাদন কার্যক্রম বহাল রেখে রপ্তানী বাজার সম্প্রসারণেও কাজ করছে নেতৃবৃন্দ।তিনি নবনিযুক্ত পরিচালকদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

উল্লেখ্য, গাজী মোঃ শহিদুল্লাহ্ ব্যাবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সদালাপী ও মানবিক মানুষ গাজী মোঃ শহিদুল্লাহ সেবার জগতে লিওইজমের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটান। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও জেলা সভাপতির দায়িত্ব পালন শেষে ধাপে ধাপে বর্তমানে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-৪ এর জোন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডায়বেটিকস হাসপাতাল, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ নানা সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে কাজ করে যাচ্ছেন।

এদিকে গাজী মোঃশহিদুল্লাহ বিকেএমইএ’র পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।