image

বহদ্দারহাটে দিনে দুপুরে দেশীয় অস্ত্র হাতে ফ্রটস সোহেলের মহড়া : আতঙ্কে ব্যবসায়ীরা

image

চট্টগ্রাম নগরীর বহদ্দরহাটে যুবলীগের নামধারী সন্ত্রাসী মো: সোহেল ওরফে ফ্রটস সোহেলের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে মহড়া দিয়েছে একদল সন্ত্রাসী। 

সোমবার বিকালে তারা ওই এলাকার ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করেছে বলে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন, মঙ্গলবারও ওই সব সন্ত্রাসীরা চাঁদার জন্য দোকানে এসে চাপ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে যুবলীগ নামধারী সন্ত্রাসী ফ্রটস সোহেল ও হামকা রুবেলের নেতৃত্বে বহদ্দরহাট এলাকায় শক্তির মহড়া দেয়। এসময় তাদের হাতে হকিস্টিক, লাঠি এবং দেশীয় অস্ত্র দেখা যায়। বহদ্দরহাট ফ্লাইওভারের নীচ থেকে তারা মিছিল করে পুরো বহদ্দরহাট চত্বর ঘুরেন। 

মিছিলের অগ্রভাগে ডাকাত রুবেল, শিপাত, হামকা জুয়েল, ভগিনা রুবেল, ল্যংড়া রিপাত, জসিমসহ তালিকাভূক্ত সন্ত্রাসীদের দেখা যায়। 

বহদ্দরহাট এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী ও ছিনতাইচক্রের সদস্য ফ্রটস সোহেল ভাসমান হকার, ফুটপাতের ব্যবসায়ী এবং স্থানীয় মার্কেটগুলোর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি র্যা ব ও পুলিশের অভিযানের কারণে তারা ঘা ঢাকা দেয়। গত সোমবার তারা প্রকাশ্যে এসে শক্তির মহড়া দেয়। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ব্যবসায়ীরা। 

এব্যাপারে সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাউকে ভয় দেখাতে নয়। দলীয় কর্মসূচী পালনে বের হয়েছেন।

এব্যাপারে চাদগাঁও থানার অফিসার ইনচার্জকে মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।