image

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম গ্রেপ্তার

image

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৬মে)রাত ৯ টায় চট্টগ্রামের টেরিবাজার থেকে তাকে আটক করেছে ডিবি পুলিশ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়েতের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছেন' 'মাওলানা জহিরুল ইসলাম বৃহস্পতিবার চট্টগ্রাম টেরিবাজারে তার সন্তানকে নিয়ে ইদের কেনাকাটা করতে গেলে হঠাৎ সাদা পোশাকধারী ৫ থেকে ৬ জন ডিবি পুলিশের সদস্য ও একজন পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে যায়। কেন তাকে আটক করা হয়েছে তার সঠিক কারণ জানেন না বলে জানান ওই সূত্র।

সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে কোন মামলা নেই। বিগত সময়ের মামলাগুলো থেকে তিনি জামিনে মুক্ত আছেন। 

কেন তাকে গ্রেফতার করা হলো প্রশ্নের জবাবে জানিয়েছেন, 'জহিরুল ইসলাম বাঁশখালী উপজেলার জননন্দিত আপামর জনসাধারণের নেতা। মানুষের যেকোন দুর্ভোগের সময় পাশে দাঁড়ান তিনি। সম্প্রতি শ্রমিক আন্দোলনে নিহত ও আহত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি। অসহায়, দুস্থদের পাশে থাকার কারণে তিনি হয়তো সরকারের রোষানলের শিকার হয়েছেন এমনি দাবী তাদের।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল।