image

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৬লাখ টাকা জরিমানা

image

চট্টগ্রামে খাদ্য পন্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে নানা অনিয়ম ও অসংগতির জন্য ১৬লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব ও বিএসটিআইয়ের সমন্বয়ে পরিচালিত একটি মোবাইল কোর্ট।

বুধবার (২জুন) নগরীর ভিন্ন দুই এলাকার দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা ধার্য্য করা হয়।

অভিযানে নগরীর ইপিজেড থানাধীন নিউ মুরিং কন্টেইনার এলাকায় পোর্ট ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, রান্নার পাশে ওয়াশরুম, রান্না করা খাবার ও কাচা খাবার একসাথে রাখা ও ফার্মেন্টেড মিল্ক (দধি) পন্যের বিএসটিআই লাইসেন্স না থাকায় ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ও ভোক্তা অধিকার আইনে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর মুরাদপুরস্থ মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিভিন্ন অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, বিএসটিআই আইন, নিরাপদ খাদ্য আইনে সর্বমোট ১৪লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে পরিচালনা করেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ, র‍্যাব, চট্টগ্রামের কর্মকর্তাগণ ও সিটি কর্পোরেশন এর স্যানিটারী ইন্সপেক্টর মো: ইয়াছিন, বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তা  মোঃ শহীদুল ইসলাম, মোঃ মুকুল মৃধা।