image

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে বরকল ইউনিয়ন চ্যাম্পিয়ন

image

চট্টগ্রামের চন্দনাইশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার (২ জুন) বিকালে সাতবাড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বরকল ইউনিয়ন একাদশ- সাতবাড়িয়া ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনা এবং চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বৃষ্টি উপেক্ষা করে বিপুল দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ন ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে বরকল ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

উল্লেখ্য যে, গত ৩১ মে ফাইনাল খেলায় সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করার পর খেলাটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ২ জুন পুনরায় ১৫ মিনিট করে ৩০ মিনিটের খেলায় বরকল ইউনিয়ন ফুটবল
একাদশ ১ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ফলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে বরকল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক
কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. মামুন চৌধুরী।

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি এডভোকেব মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমুদুর রহমান ডিলার, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, আ.লীগ নেতা শাহাদাত নবী খোকা, কাউন্সিলর মোরশেদুল আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক দিদারুল হক দস্তগীর, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সাংবাদিক যথাক্রমে আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, আরফাত হোসেন, ফয়জুল হক দস্তগীর, শিক্ষক আবদুল মান্নান আজাদ, আমিনুল ইসলাম, এনামুল হক, ফরিদুল ইসলাম, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।