image

কক্সবাজারের প্রমত্তা সাঙ্গু ও মাতামুহুরি নদীর অববাহিকা পুনরুদ্ধারে কর্মশালা অনুষ্ঠিত

image

কক্সবাজারের প্রমত্তা সাঙ্গু নদী ও মাতামুহুরি নদীর অববাহিকা পুনরুদ্ধারের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ৩ জুন) কক্সবাজার বিয়াম স্কুলের 'বিয়াম ফাউন্ডেশন' সম্মেলন কক্ষে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

এসময় সচিব কবির বিন আনোয়ার বলেন, কক্সবাজারের আধুনিকায়নে বর্তমান সরকার যে মহাপরিকল্পনা নিয়ে কাজ করছেন তার অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ডও বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ মেরামত করা হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

পানি উন্নয়ন বোডের অতিরিক্ত মহাপরিচালক ড.মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, ঢাকা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর নির্বাহী পরিচালক আবু সালেহ খান বক্তব্য রাখেন। 

এ সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

পরে কক্সবাজারে পানি উন্নয়ন বোর্ড এর নেয়া বিভিন্ন প্রকল্পের থ্রিডি এনিমেশন দেখানো হয়।