image

প্রয়োজন যখন আইন মানেনা তখন লকডাউন লক্ষ্যহীন

image

দৃশ্যপট চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ের আখতারুজ্জামান সেন্টারের সামনে। সোমবার (৫জুলাই) লকডাউনের পঞ্চম দিন রাত ৮টা। গণপরিবহনে রীতিমতো জট লাগার অবস্থা। প্রত্যেক বাসের সামনেই ব্যানার, সাদা কাগজ সাঁটানো অমুক গার্মেন্টস, তমুক গার্মেন্টস কিংবা নামবিহীন গার্মেন্টস শ্রমিকদের পরিবহন। অথচ এসব বাসে ওঠানামা করছে সাধারণ যাত্রীরা। নেই সামাজিক দূরত্বের বালাই। ভাড়াও কয়েকগুন বেশি।

কেন এমন হচ্ছে ? জরুরী সেবার নামে প্রায় সরকারি, বেসরকারি অফিস খোলা। তো এসব অফিসে কর্মরতদের নিজস্ব পরিবহণে আনা নেয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। কয়টি প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরিবহণে কর্মীদের আনা নেয়া করে সেটা আমাদের সরকারি কর্তাব্যক্তিরা না জানলেও সাধারণ মানুষ জানে।তো কর্মস্থল যেহেতু খোলা সেহেতু গণপরিবহন বা যেকোন উপায়ে অফিসে আসতেতো হবেই।

খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার আজগুবি সিন্ধান্ত নিশ্চয় মোটা মাথা থেকেই প্রসূত।

কলকারখানা খোলা থাকলে সাথে সংশ্লিষ্ট অফিসও খোলা থাকে। এর বাইরে জরুরী সেবার আওতায় নানা সেক্টরের অফিসগামী মানুষের দূর্ভোগ যেমন বেড়েছে, তেমনি লকডাউনের লক্ষ্য ও উদ্দেশ্যও্ ব্যাহত হচ্ছে। যে যেমনি পারছে গাড়ীতে চড়ে গন্তব্যে যাচ্ছে। বাদ যাচ্ছেনা গাড়ীর ছাদও। এতে দিনগুনা ছাড়া তেমন সফলতা আসা নিয়ে সন্দিহান সকল মহল। দীর্ঘ মেয়াদী কষ্ট না করে স্বল্প সময়ে জীবিকার কথাও মাথায় না চেপে কারফিউ টাইপের লকডাউনে সফলতার চেষ্টা করে দেখা যেতে পারে। এখনতো জীবিকারও কষ্ট হচ্ছে, ফলও তেমন পাওয়া যাচ্ছেনা।

স্ববিরোধী সিন্ধান্তের আরেক জলজ্যান্ত উদাহরণ প্রবাসীদের টিকা প্রাপ্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। লকডাউনেই তাদের কার্যক্রম ঘোষনা দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু তাদের মাথায় ছিলোনা কিভাবে মানুষ আসবে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ?

গণপরিবহন বন্ধ থাকলেও প্রতিদিন আগ্রাবাদ চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামী প্রবাসীরা আসছেন করোনা টিকা দেয়ার নাম রেজিস্ট্রেশন করাতে। চট্টগ্রামের প্রত্যন্ত উপজেলা থেকে এখানে প্রতিদিন শত শত মানুষ আসছেন তাদের প্রয়োজনে। লকডাউনে তারা কিভাবে আসবেন সে কথা চিন্তা না করলেও তারা শিডিউল দিয়েছেন এ লকডাউনেই।

তাইলে এখানে প্রতিদিন এত মানুষ কি উড়ে উড়ে আসছেন ? এটাও ভাবেন নি সারাদিন এ মানুষগুলো কোথায় কি খাবেন ? কারণ হোটেল রেস্টুরেন্টও বন্ধ। তাই প্রবাসীরা বলতে বাধ্য হয়েছেন, “দেশে ও প্রবাসে উভয় জায়গায় অবহেলিত প্রবাসীরা“।