image

চট্টগ্রাম হলিক্রিসেন্ট হাসপাতালে কোভিড চিকিৎসা শুরু : পরিদর্শনে সিভিল সার্জন

image

অবশেষে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের দ্বিতীয় ইউনিট হিসেবে করোনা চিকিৎসা শুরু করেছে নগরীর জাকির হোসেন রোডস্থ হলিক্রিসেন্ট হাসপাতাল।

চট্টগ্রামে কোভিড রোগী বৃদ্ধি পাওয়ায় সরকারি উদ্যোগে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দ্বিতীয় ইউনিট হিসেবে এ হাসপাতালে কোভিড আক্রান্ত রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। 

সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বুধবার রাতে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এখানে কোভিড চিকিৎসা কার্যক্রম প্রত্যক্ষ করেন। 

শুক্রবার (১৬ জুলাই) পর্যন্ত মোট ৫ জন রোগী এ হাসপাতালের আইসোলেশন বেডে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৪ জন রোগীর অবস্থা মোটামুটি ভালো।

এখানে কোভিড আক্রান্তদের চিকিৎসায় ৬টি আইসিইউ ও ৫০টি আইসোলেশন বেডের পাশাপাশি বড় অক্সিজেন সিলিন্ডার ৪৬টি, ছোট অক্সিজেন সিলিন্ডার ১৯টি, পোর্টেবল অক্সিমিটার ১৩টি, সেন্ট্রাল অক্সিজেন মিটার ১৪টি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে। কয়েকদিনের মধ্যে জেনারেল হাসপাতাল থেকে দু’টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা এ হাসপাতালে দেওয়া হবে। 

এ হাসপাতালে চিকিৎসা সেবায় বর্তমানে ১ জন সহকারী পরিচালক, ২ জন জুনিয়র কনসালট্যান্ট, ৭ জন মেডিকেল অফিসার, ১৭ জন নার্স ও সরকারি-বেসরকারি ৬ জন কর্মচারী দায়িত্বে নিয়োজিত রয়েছে।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় সে দিকে খেয়াল রাখতে হলি ক্রিসেন্টের  চিকিৎসক-কর্মচারীদের নির্দেশ দেন।