image

সিআরবিতে চট্টগ্রাম সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম'র মানববন্ধন

image

চট্টগ্রাম নগরীকে আলো বাতাসে বাঁচিয়ে রাখা সিআরবিকে হাসপাতালের নামে দখলদারদের থাবা থেকে বাঁচাতে সোচ্চার প্রতিবাদে নিজেদের অবস্থান জানান দিচ্ছে চাঁটগাবাসী।

সিআরবি রক্ষার দাবিতে শুক্রবার (১৬জুলাই) প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রায় শতাধিক সংগঠনের ব্যানারে হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে।

সিআরবি এলাকায় প্রতিবাদী অবস্থান, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালনকালে একাত্মতা ঘোষণা করে এতে অংশগ্রহণ করেছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম।

ফোরামের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে সংগঠনটির কার্যকরী কমিটির সদস্য সায়েদ মঞ্জু ও ফজল করিম বলেন, চট্টগ্রামের যতগুলো স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আছে প্রত্যেকটি সংগঠন সিআরবি থেকে উঠে আসা। প্রতিটি সংগঠন একদিনের জন্য হলেও সিআরবিতে মাসিক মিটিং এর আয়োজন করেছে।

এসময় সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস এম ওয়াহিদ রনি, মেহেদী হাসান, বিনয়মিত্র ভিক্ষু, শাহাদাৎ সালেহীন, একে রুবেল, আজমির হোসাইন ও আজম খাঁন প্রমূখ।