image

চন্দনাইশে ৭দিনে ১৯১ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা সনাক্ত

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দিন দিন করোনার হটস্পট হয়ে উঠলেও সাধারণ মানুষের মাঝে কোন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছেনা। ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত টানা ১৪ দিনের লকডাউনে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা আদায় ও সতর্ক করলেও কারো মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছেনা। মাস্ক ছাড়া ঘুরাফেরা করার পাশাপাশি সামাজিক দূরত্বও মানছেনা কেউ। ফলে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে চন্দনাইশে। গত ৭ দিনে ১৯১ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম কোয়ারেন্টাইনে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, গত ১১ জুলাই চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে তাৎক্ষনিক পরীক্ষায় ১৯ জনের মধ্যে ১২ জন, পরদিন ১২ জুলাই ১৮ জনে ১১ জন, ১৩ জুলাই ৩১ জনে ১৭ জন, ১৪ জুলাই ২২ জনে ১১ জন, ১৫ জুলাই ৩২ জনে ১৫ জন, ১৭ জুলাই ৩৬ জনে ১৯ জন, সর্বশেষ রবিবার (১৮ জুলাই) ৩৩ জনের মধ্যে ১১ জনসহ মোট ৯৬ জনের করোনা সনাক্ত হয়।

হাসপাতাল সুত্রে আরো জানা যায়, এ পর্যন্ত চন্দনাইশে ২ হাজার ৪শ ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আক্রান্ত শনাক্ত হয় ৬৬৭ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৫০২ জন। বর্তমানে ৬ জন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।