image

লোহাগাড়ায় শিক্ষক পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা

image

লোহাগাড়ায় ফজলুর রহিম চৌধুরী নামে এক শিক্ষক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। গত ইদুল আযহার পরেরদিন (২২ জুলাই) এ ঘটনা ঘটে।

তিনি দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও  আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার অইল্ল্যামার পাড়ার বাসিন্দা।

সোমবার বিকালে (২৫জুলাই) ওই শিক্ষকের স্ত্রী হোসেন আরা বেগম বাদী হয়ে স্থানীয় পারভেজ সাজ্জাদ, সরওয়ার মামুন ও মিনহাজসহ ছয় জনকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পারভেজ সাজ্জাদের নেতৃত্বে গত ইদুল আযহার পরের দিন ২২ জুলাই ভুক্তভোগীর বসতবাড়ি অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে আসামীরা বাদীর ঘরের গেইট ভেঙ্গে পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে ফজলুর রহিম চৌধুরীর হাঁটুতে মারাতœক জখম হয়। পরিবারের অন্যান্য সদস্যদের বেধড়ক মারধর করে। ফজলুর রহিম চৌধুরীকে মারাতœক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানা এসআই মামুনুর রশিদ বলেন, মামলা তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।