image

কর্ণফুলীতে করোনা টেস্টের বুথ বসানোর দাবীতে স্মারকলিপি

image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বীকৃতির সাড়ে ৫ বছর অতিবাহিত হলেও নেই কোন স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে কভিড ও সাধারণ রোগীরা চিকিৎসা বঞ্চিত দীর্ঘদিন। এমন পরিস্থিতিতে কর্ণফুলী উপজেলায় করোনা টেস্টের বুথ বসাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদ।

আজ ২৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বুথ চালু করার দাবিতে চট্টগ্রাম সিভিল সার্জন বরাবর লিখিত আবেদন করেছেন সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ সেলিম হক ও সদস্য মুহাম্মাদ আলী জিন্নাহ। মূলত সংগঠনটি ২০২০ সাল থেকে করোনার মহামারিতে অসহায় মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা দিয়ে আসছেন। বর্তমানে কর্ণফুলীতে জ্বর ও কাশির রোগী বাড়ছে। নতুন উপজেলা হওয়াতে স্বাস্থ্য কেন্দ্র নেই। তাই দুই লাখ মানুষ করোনার টেস্ট থেকে বঞ্চিত হচ্ছে। ফলে দিনে দিনে সংক্রমণ বাড়ছে।

জানতে চাইলে সংগঠনের আহ্বায়ক ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মুহাম্মদ হাকিম আলী বলেন, সামাজিকতার দায়িত্ববোধ থেকে করোনা মহামারিতে আমরা মাঠে কাজ করছি।এ দূর্যোগে রাষ্ট্রের পক্ষে একা দাঁড়ানো সম্ভব নয়, সবাইকে সামাজিক আন্দোলন করে এগিয়ে আসতে হবে। সরকারকে সহযোগিতা করতে সবাইকে।

কর্ণফুলীতে করোনা রোগী বৃদ্ধির উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে আমরা আছি। বিনামূল্য চিকিৎসাসেবা চালু অব্যাহত থাকবে। মনবল ঠিক রেখে এ দূর্যোগকে মোকাবিলা করতে হবে।' সংগঠনের সদস্যসচিব মুহাম্মদ সেলিম হক বলেন, দ্রুত করোনার বুথ চালু করার জন্য আমরা চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজ্লে রাব্বি বরবার লিখিত আবেদন জানিয়েছি। অন্তহীন ফাউন্ডেশন বা ব্র্যাকের একটা নমুনা সংগ্রহের বুথ চরপাথরঘাটা স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র (ইছানগর গ্রামে) স্থাপন করা হলে এলাকার মানুষ বেশ উপকৃত হবে বলে আমরা আশা করি।'