শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০০:১৬, ডিসেম্বর ১২, ২০২০
চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০ চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন এবং রানার্সআপ ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন।
চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এবং এস. আলম গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০ এ কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন ১-০ গোলে ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সামশুল হক চৌধুরী এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব আলী আব্বাস।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো:আলমগীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভেন্যূ পরিচালনা কমিটির আহ্বায়ক মো: হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ এর সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির কো-অর্ডিনেটর আ.ন.ম. ওয়াহিদ দুলাল, স্পন্সর প্রতিষ্ঠান এস. আলম গ্রুপের প্রতিনিধি এডভোকেট হোসেন রানা, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ইসলাম বেবি, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, সিজেকেএস ও সিডিএফএ এর কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মকর্তা প্রমূখ।
কক্সবাজার ৪-০ গোলে চাঁদপুরকে হারিয়ে এবং ফেনী জেলা ৩-১ গোলে বান্দরবানকে হারিয়ে ফাইনালে প্রতিযোগিতা করার সুযোগ পায়।
Developed By Muktodhara Technology Limited