শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২০:৫৫, মার্চ ৪, ২০২১
চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার ৪ মার্চ দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। শুক্রবার (৫ মার্চ) সকাল ১০টায় কাঞ্চনাবাদস্থ স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চেয়ারম্যান মুজিবুর রহমানের পারিবারিক সুত্রে জানা যায়, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ৩ দিন আগে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যান। সেখানে গতকাল দুপুরের খাবার খাওয়ার পর দুপুর ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চেয়ারম্যান মুজিবুর রহমানের নিকট আত্মীয় আরিফুল ইসলাম সজিব জানান, তিনি সেন্টমার্টিনে হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, আওয়ামী লীগ নেতা এম. বাবর আলী ইনু, নবাব আলী, মো. লোকমান হাকিম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. তৌহিদুল আলম, চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক বৈলতলী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলালসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
Developed By Muktodhara Technology Limited