image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রামে শপিংমল দোকানপাট খোলা রাখার দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    |    ১৯:১৫, এপ্রিল ৫, ২০২১

image

স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য শিল্প সেক্টরের মতো নিজেদের ব্যবসা চালু রাখার দাবীতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ব্যবসাযীরা।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর নিউ মার্কেট মোড়ে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ করে।

এসময় আশেপাশের প্রতিটি শপিংমল থেকে ব্যবসায়ীরা মিছিল নিয়ে এসে বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন।

বিপণী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সগীর বলেন, করোনায় অফিস আদালত, কলকারখানা খোলা কেবল মার্কেট বন্ধ। এতে করে হাজার হাজার ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। নিজেদের পুঁজি হারিয়ে অনেককে ব্যবসা বন্ধ করে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে বলেও তিনি দাবী করেন

তিনি বলেন, গত ঈদেও আমরা ব্যবসা করতে পরিনি।সারাবছর দোকান মালিকরা রমজানকে ঘিরে তাদের পরিকল্পনা সাজান। এমতাবস্থায় মালিক কর্মচারী সবার কথা চিন্তা করেই সীমিত আকারে হলেও শপিংমল দোকানপাট খুলে দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

এব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘ব্যবসায়ীরা মার্কেট খোলা রাখার দাবিতে রাস্তায় নেমেছেন। আমরা তাদের জেলা প্রশাসকের সাথে দেখা করতে বলেছি।’তবে অপ্রীতিকর কিছু যেন কোতোয়ালি এলাকায় না ঘটে জানিয়ে দেয়া হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image