শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৯:৫৮, এপ্রিল ৭, ২০২১
করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক এর মালিকরা লোহাগাড়াবাসীকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করবে না। কোন রোগী বিনাচিকিৎসায় মারা যাবে না বলে এসোসিয়েশনের এক সভায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
৬ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের উদ্যােগে অনুষ্ঠিত এক সভায় বক্তারা এ সব কথা বলেন।
এসময় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরমান বাবু রোমেল বলেছেন, স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। করোনা ভাইরাসের প্রথম পর্যায়ের মতো এবারো আমরা সকল হাসপাতালে একসাথে মানবতার কল্যাণে কাজ করে যাবো। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ ড. নদভী, ইউএনও মোঃ আহসান হাবীব জিতু ও উপজেলা স্বাস্ব্য প.প.কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের নির্দেশনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আমরা মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছি। আগামীতেও কাজ করে যাবো।
লোহাগাড়া মা`মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা এম.এ কাসেমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মুুহাম্মদ সরওয়ার আলম, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক, নজরুল ইসলাম, রিটন দাশ, মুুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সাহাব উদ্দিন প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited