শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৬:৫৫, এপ্রিল ৮, ২০২১
আসন্ন রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় দরিদ্র ও দুঃস্থ পরিবারের সাহায্যার্থে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হবে। এর আওতায় চন্দনাইশ উপজেলার আট ইউনিয়ন ও দুই পৌরসভার দরিদ্রদের সর্বমোট ২৩ লাখ টাকা সহায়তা দেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, চন্দনাইশে ৮ ইউনিয়নের প্রতিটিতে আড়াই লাখ টাকা, ক শ্রেণিভুক্ত চন্দনাইশ পৌরসভায় দুই লাখ টাকা ও গ শ্রেণীভুক্ত দোহাজারী পৌরসভায় এক লাখ টাকা দেওয়া হবে। প্রতি পরিবার ৪শ ৫০ টাকা করে পাবে। জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব টাকা বন্টন করা হবে।
সরকারি নীতিমালা মেনে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে দুঃস্থ ও দরিদ্র পরিবারের তালিকা তৈরীর জন্য উপজেলার ৮ ইউনিয়ন ও দুই পৌরসভায় চিঠি প্রেরণ করার জন্য আমরা চিঠি প্রস্তুত করছি।
Developed By Muktodhara Technology Limited