image

ফটিকছড়িতে রফিকুল আনোয়ার স্মৃতি আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

image

ফটিকছড়িতে আলহাজ্ব রফিকুল আনোয়ার স্মৃতি আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে ফটিকছড়ির ঐতিহ্যবাহী নানুপুর টাইগার ক্লাবের আয়োজনে ৫ম বারের মত অনুষ্ঠিত আলহাজ্ব রফিকুল আনোয়ার স্মৃতি আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট -২০২১ এর জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধক ছিলেন নানুপুর লায়ালা-কবির কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক বিজন কুমার শীল।

টাইগার ক্লাবের সভাপতি মুজিবুল হক সোহেলের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সদস্য ও ফটিকছড়ির দলীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।

প্রধান আলোচক ছিলেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বশর। বিশেষ আলোচক, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান রুপু ।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল, নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম, নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শাহজাহান, কেডিএস গ্রুপের জেনারেল ম্যানেজার ইমরান আবু হাসান জুয়েল, মেম্বার মুহাম্মদ নাছির, শফিকুর রহমান, মাষ্টার শহীদুল আলম।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ফটিকছড়ি পৌরসভা ক্রিকেট একাদশ বনাম পাইন্দং ক্রিকেট একাদশ।

প্রথমে ব্যাটিং করতে নেমে ফটিকছড়ি পৌরসভা ক্রিকেট একাদশ ১১৩ রানের টার্গেট জুড়ে দেয় জবাবে ৫ উইকেটে জয়লাভ করেন পাইন্দং ক্রিকেট একাদশ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পাইন্দং ক্রিকেট একাদশের রতন, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন ফটিকছড়ি পৌরসভা ক্রিকেট একাদশের ইয়াছিন ফরহাদ, সেরা ব্যাটসম্যান পাইন্দং ক্রিকেট একাদশের ফারহান, সেরা বোলার ফটিকছড়ি পৌরসভা ক্রিকেট একাদশের জহির, সেরা উইকেটরক্ষক নাজিরহাট পৌরসভা ক্রিকেট একাদশের সৈকত, সেরা সিক্স ফটিকছড়ি পৌরসভা ক্রিকেট একাদশের আলম, সর্বোচ্চ সিক্স পাইন্দং ক্রিকেট একাদশের ফারহান নির্বাচিত হন।

উক্ত টুর্ণামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন, নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ শাহজাহান এবং "ব্যাচ ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশন"

টাইগার ক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব পারভেছ ও যুগ্ন সম্পাদক মুহাম্মদ মিজানের যৌথ সঞ্চালনায় খেলায় আরো উপস্থিত ছিলেন, ভোঁ-ফকির পাড় সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাজী আনোয়ার, সাধারণ সম্পাদক আইয়ুব সওদাগর, জাহাঙ্গীর আলম, লোকমান, ইউনুচ, মোজাহেরুল ইসলাম, আবুল কাশেম, নুরুল আলম, খোরশেদ আলম খুলু, আনোয়ার পাশা, মাহমুদ শরীফ, শামীম জাফর, শফিকুল আলম, নুরুল আলম মিস্ত্রী, মুজাম্মেল হক পারভেছ, শের আলী, জসিম,জহির আলম, সাখাওয়াত হোসেন রুশনি, নুরুল আবছার, জমিল, জামাল, আবু আলম, আকবর, শফিউল আজম, আশরাফুল ইসলাম ডলার, মোজাহের আলী, শহিদুল্লাহ, এরশাদ, টাইগার ক্লাবেব সহ-সভাপতি জাহেদুল আলম, জালাল,  যুগ্ন সাধারণ সম্পাদক আবু মুনসুর, অর্থ সম্পাদক মাইন শেখ, ক্রিড়া সম্পাদক ওমর আব্বাস, নুর নবী, কবির, সাইফুল, ইব্রাহিম, জাহেদ রিপন, রুবেল, নিপু, পবেল, মিছবাহ, আনিস, আরিফ, জোনায়েদ রিদভী, অভি, আদনান, রহমত, ফাহাদ, আবরার, ইরফান প্রমুখ।