image

জননেতা এম এ খায়ের’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

image

প্রবীণ আওয়ামী লীগ নেতা, জননেতা আলহাজ্ব এম এ খায়ের এর ২৫তম মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে জননেতা এম এ খায়ের মেমরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে নিউজচট্টগ্রাম মিলনায়তেনে দোয়া মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে।

জননেতা এম এ খায়ের মেমরিয়াল ট্রাস্ট এর চেয়াম্যান উদ্যেক্তা ও গণমাধ্যম কর্মী মির্জা ইমতিয়াজ শাওন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান সমাজ বিজ্ঞানী প্রফেসর ড ওবায়দুল করিম, প্রধান বক্তা ছিলেন লেখক গবেষক প্রফেসর শামসুদ্দিন শিশির, দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা ক্বারী মোহাম্মদ ইলিয়াস । উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও সংগঠক জাহেদ কায়সার,জলছবি স্পাদক সৈকত শুভ্র, লেখক সংগঠক সালাম সৌরভ, নির্মাতা মোহাম্মদ কামাল প্রমুখ।

বক্তরা বলেন “সমাজহিতৈষী এম এ খায়ের নিষ্টাবান পরিচ্ছন্ন রাজনীতিবীদ ও সমাজ দরদী মানুষ ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১নং ওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও তিন দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের দু:সময়ে দায়িত্ব পালন করেন। জীবিতকালে তিনি সকলের সাথে ভাল ব্যাবহার করতেন। তিনি সদালাপি, নম্র, ভদ্র, সর্বোপরি আদর্শবাদ মানুষ ছিলেন। তাই তাঁর মত ব্যক্তি আজ সমাজে বড় বেশী প্রয়োজন”।