image

বোয়ালখালীতে জায়গা জমি বিরোধে নিহত-১

image

চট্টগ্রামের বোয়ালখালীতে জমি নিয়ে মারামারির ঘটনায় মোহাম্মদ ইসমত আলী (৫৫) নামের একজন নিহত হয়েছে। পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ি প্রকাশ-চরের বাড়িতে দুপুরে এঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহত মোহাম্মদ ইসমত আলী হার্টের রোগী ছিলেন। জমি নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।  

জানাযায়, উপজেলার বোয়ালখালী পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ি প্রকাশ-চরের বাড়িতে জমি নিয়ে ইসমত আলী ও তার ভাইপো ফরিদুল আলমদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ ১৯ এপ্রিল (সোমবার) উভয়ের সম্মতিতে জায়গা পরিমাপ করা হয়। একপর্যায়ে উভয়ের মাঝে কথাকাটাকাটির জেরধরে সামশুল আলম প্রকাশ-পেঠান আলীর পুত্র ফরিদুল আলম চাচা মোহাম্মদ ইসমত আলীকে লাঠি দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। অসুস্থ অবস্থায় ইসমত আলীকে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাপলে প্রেরণ করেন। সেখানে মারা যায় মোহাম্মদ ইসমত আলী। এই ঘটনা ছড়িয়ে পড়লে পরিবারে ও স্বজনদের মাঝে শোকের মাতম দেখা দেয়।   

নিহত মোহাম্মদ ইসমত আলী স্থানীয় তাজুর মুল্লুকের বাড়ীর মৃত আবুল খায়ের এর ছেলে। সংগঠিত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল করিম ও পটিয়া সার্কলের অতিরিক্ত সহকারি পুলিশ সুপার তারিক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাদেশের ন্যায় বোয়ালখালীতেও লকডাউন অপরদিকে রমজান মাস চললেও স্থানীয়ভাবে জায়গা-জমির শালিস-বিচার চলছেই। অপরদিকে লকডাউনে আদালত বন্ধ থাকায় এবং পুলিশ অন্য কাজে ব্যস্ত থাকায় ভূমিদস্যু এবং ভাড়াটে সন্ত্রাসী দ্বারা চলছে জায়গা-জমি জবর দখলও।