image

ষোলশহর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে চসিক মেয়রের ত্রাণ বিতরণ

image

দুর্যোগের মধ্যে আগুনে বসতঘর পুড়ে যাওয়া মরার উপর খাড়ার ঘা। এমনিতেই আজ বৈশ্বিক দুর্গতি চলছে। তার উপর গৃহস্থের বসত ঘর আগুনে পুড়লে কিছুই থাকেনা, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারপরও জীবন যখন পুড়ে ছাই হয়নি, তাই ঘুরে দাঁড়াতে হবে। এজন্য সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাদশা মিয়ার চেয়ারম্যান ঘাটায় আবুল কলোনীতে সংঘটিত অগ্নিকান্ডে ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি পরিবার পিছু চাল, আটা, ভোজ্যতেল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এসময় করোনাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অগ্নিকান্ড রোধে সর্তকতা অবলম্বনের জন্য আহ্বান জানান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনে বিত্তবান ও সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. এই সময় উপস্থিত ছিলেন।